ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগন্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে চলে ভোট গ্রহণ।
নির্বাচনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন (দৈনিক মানব জমিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার ) ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা (দৈনিক তিতাসকন্ঠ) পেয়েছেন ১৫ ভোট।
ভোট গ্রহণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব উপ-নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ ফলাফল ঘোষনা করেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গত ২০২৩ সালের ৬ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সভাপতি পদটি শুন্য হয়।