বান্দরবানের লামা উপজেলায় আল্লামা সাঈদী (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ:) রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট’২৪) বাদে আসর লামা বাজার জেলা পরিষদ গেস্ট হাউসে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলাম বাংলাদেশ- বান্দরবান জেলা শাখার সভাপতি হাফেজ মাও. এ. এস. এম. আব্দুস সালাম।
আল্লামা সাঈদী (রহ:) ফাউন্ডেশন লামা শাখার আহবায়ক মাওলানা শফিকুর রহমান এর সভাপতিত্বে জামাতে ইসলাম বাংলাদেশ লামা পৌর শাখার অর্থ সম্পাদক মো. মারুফ জুয়ার দার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী নোমানী, লামা কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইমাম মাও. ইব্রাহিম নসিম, লামা কোর্ট জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম মাও. শাহাবুদ্দিন সহ জামাতে ইসলাম বাংলাদেশ এর বান্দরবান জেলা ও লামা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর (রহ:) জীবন ও কর্মের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে লামা ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সিনিয়র শিক্ষক হা. মাও. খলিলুর রহমান তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।