কক্সবাজারে টেকনাফে ব্যবসা প্রতিষ্টানে ব্যাপক ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগে সমালোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে প্রধান আসামী করে ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- আব্দুর রহমান বদি (সাবেক এমপি), জাফর আহমদ (উপজেলা চেয়ারম্যান) (৫৭), মৌলভী মুজিব (৫৫), ইলিয়াছ (৩০), শাহজাহান মিয়া (৩৪), দিদার মিয়া (৩৭), আব্দুস শুরুর (৪২), ফায়সাল (৩৭), আব্দুল আমিন (৪৫), শফিক (৩৫), আনিস (৩৪), সালমান (৩২), রাসেল (৩১), সালাহ উদ্দীন (২৫), শাওন আরমান (২৫), আদিব রহমান প্রঃ আদি (২২), আলমগীর (দাবা) (৪০), মোহাম্মদ আলম বাহাদুর (৪৮), তানভীর (২৫), গফুর আলম (৬০), শফিক (৩০), নুর মোহাম্মদ প্রঃ শো নুর মোহাম্মদ (৫০), মান্নান প্রঃ মান্নান রেকর্ডিং (৩৫), সিরাজ (৩৫), সাইফুল্লাহ প্রঃ দালাল সাইফুল (৩৫), মোঃ ইউনুছ (৪০), বশির আহমদ প্রঃ নেতা বশির (৪২), জালাল আহাম্মদ (৪৫), মোঃ কাশেম প্রঃ ডাবল কাশেম (৬০), মো: আলী (৩৭), গফুর আলম (৪০), জাকের (২৫), আয়ুব (২৫)। অজ্ঞাতনামা ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আওয়ামীলের বিতর্কিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফরের নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন সহ আরো বেশ কয়েকটি স্থাপনায় সশস্ত্র হামলা চালায়। এতে ব্যাপক গুলাগুলি ও ভাংচুরের পাশাপাশি দোকানপাট লুটপাট করে তার অনুসারীরা। এতে আহত হয়েছেন প্রতিষ্টান গুলোর কর্মচারী ও সাধারণ ব্যবসায়িরা।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি সত্যতা নিশ্চিত করে বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।