এক দশকেরও বেশি সময় পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। শনিবার (১০ জুন) বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুর ১টার মধ্যেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পূর্ণ হয়ে যাওয়ায় নেতাকর্মীরা বাইরে অবস্থান করছেন। এর আগে সকাল ১১টা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশস্থলের ভেতরে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী হাজির হয়েছেন। বাইরে এবং ভিতরে দলটি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক ইমন খান বলেন, ইতোমধ্যেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পূর্ণ হয়ে গেছে। ভিতরে দাঁড়ানোর কোন জায়গা নেই। তাই বাধ্য হয়ে আমাদের নেতাকর্মীরা মিলনায়তনের বাইরে অবস্থান করছেন। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।
দলটির ঢাকা মহানগর উত্তরের এক জনশক্তি বলেন, মূল সমাবেশস্থলে যেতে পারছি না। কারণ ভিতরে ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তাই বাইরে অবস্থান করছি।
এদিকে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যেন না হয়, সেজন্য সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে ও বাইরে থানা পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশ সদস্যরাও মোতায়েন রয়েছেন।
বার্তাবাজার/এম আই