শরীয়তপুরের ডামুড্যা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সাপ্তাহিক বার্তা বাজারের নির্বাহী সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকির হোসেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের হল রুমে কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকন প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ নান্নু মৃধা, কালাম সরদার, মিতালী শিকদার।
উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ বলেন, আমরা কখন ই বৈষ্যম চাই না আমরা চাই নিজেরা নিজেদের অধিকার সঠিক ভবে পালন করতে। আমরা শুধু নিজেদের নয় জনগণের সঠিক কথা বা তাদের ভাবনা তুলে ধরতে কাজ করব।