একটানা কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। প্রখর রোদ ও বৃষ্টিতে ভিজেও দায়িত্ব পালন করছেন তারা।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে ক্যাপ,পানি,ছাতা দিতে দেখা গেছে মানবতার উৎসর্গ ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনকে।
সংগঠনটির সভাপতি মো. মোকরামিন বিল্লাহ রূপক বলেন, ‘শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে বৃষ্টির জন্য ছাতা দিচ্ছি ও রোদের তাপ থেকে রক্ষা পেতে ক্যাপ ও পানি দিচ্ছি। আজকে সকাল থেকে আমরা ১০টি ছাতা, ২ কেস পানি ও ৫০টি ক্যাপ দিয়েছি৷’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইভা আক্তার বলেন, প্রতিদিনের মতো আজকেও আমরা সড়কে কাজ করছি। তবে আজকে প্রচন্ড রোদ। এই রোদে কস্ট হচ্ছে সড়কে কাজ করতে। ছাতা ও ক্যাপ পেয়ে কস্ট অনেকটা কমেছে।
সরেজমিনে দেখা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় কিছুদিন আগেও তীব্র যানযট লেগে থাকতো। কিন্তু বর্তমানে সড়কে কোনো যানযট নেই। এতে দুর্ভোগ কমেছে সাধারণ মানুষের।
কাভার্ডভ্যান চালক সাইদুল ইসলাম বলেন, এখন চান্দনা চৌরাস্তায় অকারণে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিনা। যানযট সৃষ্টি হবে সেজন্য শিক্ষার্থীরা আমাদের চলে যেতে বলে এবং আমরাও তাদের কথা শুনে চলে যাই।