গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। একই দিন রেললাইনের পাশে একটি ঝিল থেকে আরও এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ আগস্ট) টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে তিনটি লাশ থানায় এনে রাখা হয়েছে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে শিলমুন আকিজ বেকারির পিছনে রেললাইন সংলগ্ন একটি ঝিল থেকে ভাসমান অবস্থায় সুজন সরকার (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী গ্রামের মৃত হরিদাসের ছেলে।

একইদিন বিকেলে টঙ্গী বাজার এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতা গণপিটুনি দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে। মেরে ফেলার কারণ ও নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী বাজার এলাকায় ছিনতাইকারী সন্দেহে পেট্রোল পাম্পের সামনে বিকেল তিনটার দিকে জনতা তিন ব্যক্তিকে আটক করে। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায়। অপর দুইজনকে কয়েক দফা পেটানো হয়। পরে তারা মারা গেলে লাশ ভ্যান গাড়িতে করে টঙ্গী পূর্ব থানার গেটে পাঠিয়ে দেওয়া হয়। মৃত দুই ব্যক্তি মাদক সেবন করতেন বলেও জানান স্থানীয়রা।

টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার ফারজানা আক্তার বার্তা বাজারকে জানান, ‘জনগণ লাশ এনে থানায় দিয়ে গেছে। ময়নাতদন্তে পাঠানো হবে কিনা আজ সিদ্ধান্ত নিবেন তদন্ত কর্মকর্তা।