অপ্রতিরুদ্ধ পথ চলার দীর্ঘ ১যুগ পদার্পণ উপলক্ষে সোমবার ( ১৩ই আগস্ট) সন্ধ্যা ৮টায় দ্বীপ জেলা ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা’র কার্যালয়ে বার্তা বাজার এর ভোলা প্রতিনিধির আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বার্তা বাজার এর ভোলা প্রতিনিধি মোঃ বেল্লাল নাফিজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহজ্ব শওকত হোসেন, এটিএন বাংলা ও ইত্তেফাক ভোলা প্রতিনিধি আহাত চৌধুরী তুহিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এড. নজরুল হক অনু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামসুল আলম মিঠু,এসএ টিভি ও নয়াদিগন্ত জেলা প্রতিনিধি এড. শাহাদাত হোসেন শাহীন, প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে বার্তাবাজার অনলাইন নিউজ পোর্টালটি ১২ বছরে পদার্পণ করেছে। বার্তা বাজার পাঠকের কাছে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে পাঠকের মন কেড়ে নিয়েছে শুরু থেকেই। আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পাঠকের প্রত্যাশা পূরণে সচেষ্ট ভুমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস করি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক শিমুল চৌধুরী,আল আমিন শাহরিয়ার, ইউনুস শরীফ,ভোরের কাগজের জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, ভোলার বাণীর প্রতিনিধি ইয়ামিন হাওলাদার, গ্লোবাল টেলিভিশন ভোলা প্রতিনিধি অনিক আহম্মেদ, এলজিইডি ভোলার উপ-সহকারী প্রকৌশলী হামিদুর রহমান আজাদ,নেক্সস টেলিভিশনের ভোলা প্রতিনিধি মোকাম্মেল মিশু,আজকের ভোলার প্রতিনিধি শিবলু,আব্দুল্লাহ আল নোমান, আল আমিন, মোঃ পারভেজ ও ভোলার বাণীর শিক্ষানবিশ রিপোর্টার মেশকাত হোসেন প্রমুখ।

পরে, মাওলানা আহমুদুল্লাহ খান এর পরিচালনায় দোয়া ও মুনাজাত শেষে কেক কাটা হয়৷