এএইচএফ কাপ অ-২১ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলের কোচ ছিলেন বাংলাদেশের সাবেক তারকা কোচ মামুনুর রশীদ। তবে জুনিয়র হকি টুর্নামেন্টের মূল পর্বের আগে হকি ফেডারেশনের ভাবনায় রয়েছে বিদেশি কোচ।
আগামীকাল হকি ফেডারেশনের নির্বাহী সভা রয়েছে। সেই সভায় মূলত কোচ নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এই প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘জুনিয়র প্রতিযোগিতার মূল পর্ব নিয়ে আমরা বেশ আশাবাদী। সম্ভাবনাময় এই দলের কোচ নিয়ে আমরা আলোচনা করব। বিদেশি কোচ নিয়োগ নিয়েও আলোচনা হতে পারে’।
বিদেশি কোচ নিলে সেটি ইউরোপীয়ান হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেন ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি বলেন, ‘বিদেশি কোচ নেওয়া হলে ইউরোপের কোচ হতে পারে। সেক্ষেত্রে বেলজিয়ামের কেউ হতে পারেন।’
দেশি কোচের অধীনে বাংলাদেশ দল প্রাথমিক পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মামুনুর রশীদের কোচ থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানান, ‘দেশি কোচের অধীনে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তার অবশ্যই কৃত্তিত্ব রয়েছে। দেশি কোচই থাকবে না বিদেশি কোচ সেটা সভায় আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।’
কোচ ছাড়া কালকের সভায় আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ফ্রাঞ্চাইজ হকি। বাংলাদেশের হকির ইতিহাসে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজ হকি অনুষ্ঠিত হয়েছে। এই আসর আলোড়ন তুললেও অনেক খেলোয়াড় এখনো তাদের ন্যায্য পারিশ্রমিক পাননি। অভিভাবক সংস্থা হিসেবে হকি ফেডারেশনের ভূমিকা কি হবে এ নিয়ে কালকের সভায় আলোচনা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক জানান, ‘আমাদের সঙ্গে টুর্নামেন্টের স্বত্ত্বাধিকারীর চুক্তি ছিল। সেই চুক্তির বিষয় এবং বিদ্যমান অবস্থায় করণীয় সম্পর্কেও আলোচিত হবে।’