বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসির ডিরেক্টর পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। ঋণ খেলাপির কারণে গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

শায়ানের কোম্পানি এসেস ফ্যাশনস লিমিটেড ঋণ খেলাপি হয়ে গেছে বলে চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে তিনি আর ব্যাংকের পরিচালক পদে পুনঃনিয়োগ পাবেন না।

গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সায়ানকে পুনঃনিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সায়ানের বাবা সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল ইসলাম।