নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নদীর মাঝখানে নঙ্গরে থাকা ঢাকাগামী লঞ্চ তাসরীফে উঠার সময় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে তমরদ্দি ঘাটের পশ্চিমে জাগলার চর সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

তাসরীফ ২ এর সুপারভাইজার কাশেম হাওলাদার জানান, নদীদে ভাটা থাকায় নির্দিষ্ট সময়ের আগেই ঘাট ছেড়ে এসে গভীর নদীতে নোঙ্গর করি। কিছু যাত্রী থেকে যাওয়ায় তাদের কে নিয়ে হানিফ মাঝির ট্রলারটি লঞ্চে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলার বডি দুর্বল থাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি তলা ফেটে পানি ঢুকে কাত হয়ে পড়ে।

ট্রলার সকল যাত্রীরা সাতরিয়ে পাশের চরে উঠলেও দুইটি শিশুর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশু দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, অতিরিক্ত যাত্রী নিয়ে তমরদ্দি ঘাট থেকে ঢাকাগামী তাসরীফ লঞ্চের উদ্দেশ্যে রওনা করা ট্রলার দুর্ঘটনায় পড়েছে। সকল যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।