আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশের বাজার ব্যবস্থায় দেখা গেছে অচলবস্থা। এমন পরিস্থিতিতে শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর ও শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়েছে। এসময় এক ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১ টা থেকে ভোক্তা অধিকার-শিক্ষার্থীদের সমন্বয়ে শরীয়তপুরের আংগারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজারেও দেখা গেছে চরম অস্থিরতা। ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা ও ব্যবসায়ীদের নির্বিঘেœ ব্যবসা করার নিমিত্তে শরীয়তপুরের আংগারিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়েছে। এসময় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনসহ ভোক্তার অধিকার সংরক্ষণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। বাজারের একটি মুদি দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তির্ণ পণ্য পাওয়া যাওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। মনিটরিংয়ের সময় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী ও শিক্ষার্থীদের একটি টিম উপস্থিত ছিলেন।
রোকেয়া ইসরাত সুইট নামে এক শিক্ষার্থী বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিতে না পারে, সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বাজার মনিটরিং করা হয়েছে। ভোক্তার অধিকারসহ জনগণের অধিকার যারা নিশ্চিত করে তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী নিয়মিত বাজার মনিটরিংয়ে থাকবেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আংগারিয়া বাজার মনিটরিং করেছি। এক ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা মূল্য তালিকা অবশ্যই প্রদর্শন করতে হবে। আমাদের মনিটরিং বা অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবেন।