হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩আগষ্ট) বিকেলে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে হাজার হাজার নেতা কর্মীরা এই বিক্ষোভ মিছিলটি বের করে।

এতে হাতিয়া উপজেলা বিএনপি নেতা খোন্দকার আবুল কালাম, কাজী আবদুর রহিম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলোর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফজলুল আজিমের বাস ভবনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীকে দ্রæত বিচারের দাবিতে শ্লোগান দেয়া হয়। মিছিলে নানান রকমের শ্লোগানে মোহাম্মদ আলীর ফাঁসির দাবি সহ পতিত সরকারে দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিচারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী পতাকা ঢোল তবলা ব্যান্ড বাঁশি নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।

বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিভিন্ন পেশাজীবি দলের নেতাকর্মীর মধ্যে ফাহিম উদ্দিন, আকরাম হোসাইন, রিয়াজ মাহমুদ, আবদুল হালিম, মমিন উল্যা রাসেল, এডভোকেট সুমন সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
জিল্লুর রহমান রাসেল