ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পালানোর সময় ফেনি-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যাক্তিগত সহকারীকে আটক করা হয়েছে।
(১২ আগষ্ট সোমবার) দুপুরে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের পালানোর সময় তাকে আটক করেন ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে তাকে সন্ধ্যায় আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সূত্রে জানাগেছে, বেলা সারে ১২টার দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন তিনি । কাস্টমস ও বিজিবি’র কাজ শেষ করে যান ইমিগ্রেশন কার্যালয়ে। সেখান থেকে তাকে সন্দেহ হলে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়ে,পরবর্তীতে তাকে আটক করা হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ খায়রুল আলম সত্যাতা নিশ্চিত করে জানান, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যাক্তিগত সহকারী ছিলেন মানিক। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় বহিঃগর্মনরোধ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।