নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টিআইবি’র এরিয়া কোঅরডিনেটর আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সনাক-টিআইবি ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি আব্দুন নুর।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য ফারান নুর, ইয়েস সদস্য খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন প্রমুখ।

উপস্থিত ছিলেন, আরিফ হোসেন, আব্দুল্লাহ আল বারী, রিফাত আলী , প্রতীম জয়,এস এ জামি, ফাহাদ,মোঃ আশিকুল আলম, শুকরিয়া, শাকিল, হ্রদয় মোদক,এড, আনোয়ার, মোঃ মারজান , সুব্রত সাহা, হিমেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনে এদেশের তরুণ সমাজ সর্বদা অগ্রগামী ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলন যার অতুলনীয় উদাহরণ। এ দেশের তারুণ্য চরম স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক শক্তিকে কীভাবে পরাভূত ও পরাজিত করতে হয় তার উদাহরন সৃষ্টি করেছে।

বক্তারা আরো বলেন, নির্লোভ ও স্বার্থহীনভাবে কীভাবে নিজেকে উৎসর্গ করতে হয়, তার অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে তরুণ শিক্ষার্থীরা। যারা জীবন বিসর্জন দিয়েছেন, যারা আহত ও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা এই বিজয়ের নেতৃত্ব দিয়েছেন এবং এখনও আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকার পাশাপাশি নিরলস পরিশ্রম করে রাস্তায় রাস্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কিছুতেই তরুন প্রজন্মের অর্জনকে বিসরজন দিতে পারি না। তাই এই নতুন বাংলাদেশ অর্জন কে সামনে রেখে যুব সমাজকে সকল অন্যায় ও জুলুম প্রতিহত করে কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করার আহবান জানান।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সনাক সভাপতি আব্দুন নুর বলেন, বিগত সরকারের বিভিন্ন কার্যক্রমে আমাদের সংগঠনের পক্ষ হতে ভুল ধরিয়ে দিয়েছিলাম কিন্তু তৎকালীন সরকার আমলে নেয়নি। যার ফলে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে তরুণ যুব সমাজের মাধ্যমে। বাংলাদেশের তরুণদের এই দৃষ্টান্ত অনাগত দিনে বৈশ্বিক পর্যায়ের যে কোনো ন্যায়ভিত্তিক আন্দোলনের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। একইসঙ্গে ধর্ম ও বর্ণ নির্বিশেষে তারুণ্যের এই জয়রথ যেন সংকীর্ণ কোনো চোরাবালিতে আটকে না যায়, সেই লক্ষ্যে তাদের বাকস্বাধীনতা, চিন্তার স্বাধীনতা সর্বোপরি তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। সনাক সভাপতি তরুণদের আশা-আকাঙ্খার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

মানববন্ধনে দিবসটির উপলক্ষে টিআইবি’র ধারণাপত্র পাঠ এবং দাবীসমূহ তুলে ধরেন ইয়েস দলের সদস্য রুপালি সূত্রধর, সুফিয়ান আক্তার। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি’র সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।