নীলফামারীর ডিমলা থানায় কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ (১২ আগষ্ট) সোমবার বেলা ১২টার দিকে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তসহ (ওসি) অন্যান্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ, রজনীগন্ধা ফুল ও জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন শুরু করার অনুরোধ জানান ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

এ সময় ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আলী আহসানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্র শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় বার্তাবাজার বলেন, ছাত্রশিবিরসহ দেশবাসী পুলিশের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। রাষ্ট্র ও জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা কর্মস্থলে ফিরেছি।