নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) সকালে আলফাডাঙ্গা সদর বাজারের চুয়াল্লিশের মোড়ে সড়ক পরিষ্কারে নামে শিক্ষার্থীরা। পরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের আশেপাশের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে গ্লোবস পরে ঝাড়ু ও বেলচা নিয়ে নামতে দেখা গেছে। পরে রাস্তায় পরে থাকা ময়লা পরিষ্কার করে ব্যাগে ভরে নির্দিষ্ট ময়লার ভাগাড়ে ফেলছে।
বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী রিফা তাসনিয়া জেরিন জানান, ‘আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজের দায়িত্ব মনে করে আলফাডাঙ্গা সদর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক কাজ শুরু করেছি। এখন থেকে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম চলমান থাকবে। সামাজিক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই।’
ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাষ্ট্র গড়তে করতে চাই। আমারা নতুনভাবে বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র তৈরি করব। (আমরা) শিক্ষার্থীরা আন্দোলন করে দেশকে নতুনভাবে স্বাধীন করেছি। তাই আমার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আলফাডাঙ্গা উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছিন্ন উপজেলা তৈরি করব।’
এদিকে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে আলফাডাঙ্গা। সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে খাবার পানি, বিস্কুট, মাস্ক ও হ্যান্ড গ্লাভাস বিতরণ করা হয়েছে।
জানতে চাইলে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মনিরুল ইসলাম জানান, ‘সকলে মিলেমিশে নান্দনিক আলফাডাঙ্গা উপজেলা গড়তে চাই। তাই শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’