বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক লাবলু সরকারকে বাহিস্কারের দাবিতে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (১১ আগষ্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে লিখিত অভিযোগ দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষের কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, বাংলা বিভাগের শিক্ষক লাবলু সরকার বৈষম্য বিরোধী আন্দোনে যুক্ত শিক্ষার্থীদের ‘স্বাধীনতা বিরোধী’ আখ্যা দেওয়ার পাশাপাশি তিনি ম্যাসেঞ্জারে ছাত্রীদের কুরুচিপূর্ণ ছবি ও বার্তা দিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার কর্তৃপক্ষ বাংলা বিভাগের সহকারি অধ্যাপক লাবলু সরকারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। যা নিয়ম অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) দপ্তরে পাঠানো হবে।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান জানান, সম্মান এবং উচ্চ মাধ্যমিক উভয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে আমরা বসেছিলাম। তাদের উত্থাপিত দাবিগুলো আমরা বিবেচনা করবো। রবিবার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় সহকারি অধ্যাপক লাবলু সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।