ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। নেত্রীর পথে হাঁটেন ৯০ জন এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতা। এরই ধারাবাহিকতায় পালিয়ে ভারতে যান নারায়ণগঞ্জ ছাত্রলীগের এক নেতা।
প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েন তিনি। তাতেও শেষ রক্ষা হলো না!
ভারতে আশ্রয় নিতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন ওই ছাত্রলীগ নেতা। তাকে আটক করা হয়েছে মুর্শিদাবাদের ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া রঘুনাথগঞ্জ থানার চর পিরোজপুর গ্রাম থেকে। পরে স্থানীয় থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
রোববার দুপুরে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয় তাকে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার নাম আবদুল কাদের (২৭)। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে আবদুল কাদেরকে আটক করে বিএসএফ। এরপর রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
ছাত্রলীগ নেতা আবদুল কাদের এর আগে রঘুনাথগঞ্জ থানা এলাকার বয়রাঘাট সীমান্তে আউটপোস্টের কাছে একটি গ্রামে গত চারদিন ধরে পালিয়ে ছিলেন বলে জানায় ভারতের সংবাদ মাধ্যম। সূত্র: হিন্দুস্তান টাইমস