ভারতের মাটিতে গত বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল। সাকিব-তামিম নিয়ে নানা বিতর্কের কারণে সেই আসরে বাংলাদেশের পারফর্মেন্স ছিল হতাশাজনক। মাত্র দুটি ম্যাচ তারা জিতেছিল। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। সেই বিশ্বকাপ থেকে পাওয়া টাকা এখনও ক্রিকেটারদের বুঝিয়ে দেয়নি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আইসিসির একটা বিশেষ বরাদ্দ থাকে। প্রতিটি ম্যাচ জয়ের জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ পান। কিন্তু সেই টাকা এখনও ক্রিকেটাররা পাননি বলে অভিযোগ করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। আজ রবিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে, ওই টাকাটা ক্রিকেটাররা এখনও বিসিবি থেকে পায়নি?’
২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ ডলার প্রাইজমানি পেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ জিতে পায় আরও ৮০ হাজার ডলার। দেবব্রত আরও বলেন, ‘আমি যতদূর জানি এই টাকা দেওয়ার একটা চুক্তি থাকে, সম্ভবত ১৫ দিনের মধ্যেই এই টাকাটা দিয়ে দিতে হয়। আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ডের যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল…. ক্রিকেটে ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না।’