পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাল দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের সরকারি খালে অভিযান চালিয়ে অবৈধ চারটি বাধ অপশরন করেন ইউএনও।এসময় খালটির বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুরিয়ে দেওয়া হয়।

জানা যায়,এই খালটি বর্ষা মৌসুমে পানি প্রবেশ ও মৌসুম শেষে পানি নিষ্কাশনে বড় ভূমিকা রাখে।তাছাড়া সবজী উৎপাদনে উপজেলার অন্যতম নীলগঞ্জ ইউনিয়ন।এখানে প্রচুর পরিমানে সবজী় উৎপাদিত হয়।শত শত কৃষকরা এই খালের পানি তাদের ফসলী জমিতে ব্যবহার করে।তবে বছর দুই আগে খালটির বিভিন্ন স্থানে বাধ দিয়ে এবং অবৈধ জাল দিয়ে খালটি দখল করে নেয় একটি চক্র।ফলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল।খবর পেয়ে কলাপাড়ায় সদ্য যোগদানকৃত ইউএনও জাহাঙ্গীর হোসেন ছুটে গিয়ে খালটি দখলমুক্ত করেন এবং সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি।

এসময় তিনি বলেন, সরাকারি খাল দখলমুক্ত করতে উপজেলা প্রসাশনের অভিযান অব্যহত থাকবে।

এর আগে যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে অনিয়ম ও দখলদারিত্বের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়ে প্রসংশয় ভাসছেন ইউএনও জাহাঙ্গীর হোসেন।

বার্তাবাজার/এম আই