কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে বরগুনায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কর্মে ফিরে আসা অন্যান্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ তুলে দিয়ে বরণ করে নেয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্কাউট, জাগোনারী, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, বিশখালী ইয়ুথ টিম, ভলান্টিয়ার ফর বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।ইউসুফ সাগর নামের এক শিক্ষার্থী বলেন, পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে এজন্য আমরা অনুরোধ করতে এসেছি। যারা থানায় ফিরেছেন তাদের হাতে একটি করে গোলাপ তুলে দেওয়া হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা বাজার’কে বলেন, উৎসাহ যোগাতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সড়ক পরিষ্কার ও রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করেছে।