বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের নির্মমতায় ঝরেছে অসংখ্য ছাত্র-জনতার প্রাণ। এ অনাকাঙ্ক্ষিত রক্তপাতের পর ক্ষমতার পালাবদল হয়েছে। বদলে গেছে দেশের দৃশ্যপট। দেশ পরিচালনায় গঠন হয়েছে নতুন সরকার।
এমন সময় আন্দোলন সংগ্রামের বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম। তাদের নতুন স্বপ্নের কথা শহরজুড়ে দেওয়ালচিত্রে তুলে ধরছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার (১০ আগস্ট) গাজীপুর শহরজুড়ে বিভিন্ন দেয়ালে চিত্রাঙ্কন শুরু করেছে ছাত্র-ছাত্রীরা। আজ শনিবার সকালে শহরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা।
শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।
এ সময় চিত্রাঙ্কন চলাকালে অনেক অভিভাবককেও উপস্থিত থাকতে দেখা যায়। চিত্রাঙ্কনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট সহ বিভিন্ন বাণী লিখতে দেখা যায় শিক্ষার্থীদের।
শুধু দেওয়াল লেখনীতেই থেমে থাকেনি শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কর্মে যোগ না দেওয়ায় সড়ক মহাসড়কে ট্রাফিকের দায়িত্বও পালন করে যাচ্ছেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয়েরর পড়ুয়ারা।