দেশের চলমান আইনশৃঙ্খলার অবনতির কারণে সারাদেশে বিচ্ছিন্নভাবে চুরি, ডাকাতি বৃদ্ধি পেয়েছে। সবধরনের অরাজকতা থেকে নিরাপদ রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু’র নেতৃত্বে ব্যবসায়ী, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ী-ঘর। এতে করে চলমান পরিস্থিতিতেও আলফাডাঙ্গা রয়েছে সুরক্ষিত।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকে দেশের সব উপজেলার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। এরপর থেকেই আলফাডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র মো. আলী আকসাদ ঝন্টু স্থানীয় ব্যবসায়ী, হিন্দুধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সুধিজনদের নিয়ে একটি জরুরী সভার আয়োজন করেন। সেখানে সিদ্ধান্ত হয়, সম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে আলফাডাঙ্গা পৌর এলাকার দোকানপাট, থানা, সরকারি স্থাপনা, সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় রক্ষায় পালাক্রমে শহরে পাহারা দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকায় শতশত মানুষ পাহারা দেওয়া শুরু করেন।
এবিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, পৌর শহর নিরাপদ রাখতে স্থানীয় ভাবে কমিটি গঠন করে পাহারার ব্যবস্থা করেছি। এতে শতশত স্থানীয় জনতা স্বেচ্ছায় অংশ নিয়েছে। আমি নিজেই সেই কমিটিগুলোকে তদারকি করছি। আমরা আসা করছি দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে ফিরবে। দেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।