ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিক্ষার্থীরা একটা রিভালভার, গাজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করে। পরে তাদের সেনা বাহিনীর কাছে হস্থান্তর করা হয়।

শুক্রবার (৯ আগষ্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করে ছাত্ররা। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি কেউ।

শিক্ষার্থীরা জানায়, সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে ও জেলার বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিভিন্ন যানবাহনে চালকদের গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে চায় তারা। এতে চালকরাও শিক্ষার্থীদের সহযোগিতা করছে।

কিন্তু রাতে পাল্টে যায় চিত্র। এসময় করেকটি গাড়ির যাত্রীর ৩ জনের হেফাজত থেকে গাজা আরো একজনের হেফাজত থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করে শিক্ষার্থীরা। পরে একটি প্রাইভেট কার থেকে একজনের হেফাজত থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশুগঞ্জ এর সমন্বয়ক সুফিয়ান আজাদ বলেন, রাতে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়িতে নিরাপত্তা দিতে টোলপ্লাজা এলাকায় কাজ করে। এসময় কয়েকটি গাড়ির ৪ জন যাত্রী থেকে গাজা ও ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আরো একটি প্রাইভেট কার থেকে একটি অস্ত্রসহ আরো একজনকে আটক করা হয়। পরে তাদের সেনা বাহিনীর সদস্যদের কাছে তুলে দেয়া হয়েছে।