মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যেগে পবিত্র কোরআন তাফসির মাহফিল ও ইসলামি কনফারেন্স -২০২৪ এর আয়োজন করা হয়েছে। আগামীকাল রবিবার (১১ আগষ্ট) বিকেল ৪ টার সময় রাজধানী কুয়ালালামপুর এর উইশমা এমসিএ ইনডোর অডিটোরিয়াম এ ইসলামী কনফারেন্স অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ আগষ্ট) রাত ৯ টায় বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বমন্বয়করা। উক্ত ইসলামিক কনফারেন্স এ আলোচনা করবেন বর্তমান বাংলাদেশের প্রায় এক ডজন জনপ্রিয় ইসলামি বক্তা।
আলোচনা করবেন, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবুদুল্লাহ আল আমিন, হাফেজ মুফতি আমির হামজা, শায়খ মো. জামাল উদ্দিন, শিল্পী কবির বিন সামাদ, শিল্পী নেয়ামত উল্লাহ নিজামী, মাওলানা আব্দুস সামাদ যুক্তিবাদী ও মাওলানা রবিউল আলম সহ ওলামায়ে কেরামগন।
সংবাদ সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, স্বমন্বয়ক মো. আক্তার হেসেন, মো. রমজান মিয়া, মো. রাজু ও আব্দুল হামিদ সহ আরও অনেকে।
এসময় সংবাদ সম্মেলনে স্বমন্বয়কগণ বলেন, প্রায় ৫ হাজার লোকের ধারন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম সহ এই ইনডোর অডিটোরিয়ামে রয়েছে আরামদায়ক বসার ব্যাবস্থা। এমসিএ ইনডোর অডিটোরিয়ামে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাবস্থা। রবিবার বিকাল ৪ টার সময় হলে প্রবেশের রেজিষ্ট্রেশন শুরু হবে এবং প্রবেশ সম্পূর্ণ ফ্রি।
বিকেল ৪ টা থেকে আলোচনা শুরু হয়ে একটানা চলবে রাত ১০ টা পর্যন্ত। মহিলাদের জন্যও সু ব্যাবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় দ্বীন ও দুনিয়ার অশেষ নেকী হাসিল করার জন্য ধর্মপ্রান মুসলিম নর- নারীদের উক্ত ইসলামিক কনফারেন্স এ অংশ্রগ্রহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।