কিশোরগঞ্জের কটিয়াদীতে বালুবাহী লড়ি ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক নিহত হয়েছেন। শনিবার (১০ আগষ্ট) সকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের চান্দপুর-মানিকখালী সড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময় নুর উদ্দিন (৩৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এছাড়াও অটোরিক্সাতে থাকা আরেক মহিলা যাত্রী গুরুতর আহত হয়।
নিহত নুর উদ্দিন পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হালিমপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকখালী থেকে ট্রাক ভর্তি বালু নিয়ে গচিহাটা এলাকায় যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। এছাড়াও অপর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।
চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন ও সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর পুলিশকে অবগত করা হলে কর্মবিরতির কথা বলে পুলিশ আসতে নারাজ হন। পরে নিহতের পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়।