নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভালুকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকায় সিডষ্টোর বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সংঘ হবিরবাড়ীর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার অংশের রাস্তা পাশে ড্রেন জমে থাকা ময়লা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করে। এতে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, কারও হাতে ঝাড়ু কারও হাতে বেলচা কারও হাতে পলিথিন। সবাই একযোগে পরিষ্কার করছেন রাস্তায় পরে থাকা ময়লা আবর্জনা, বোতল, টিস্যু, কাগজ ইত্যাদি।

এ সময় শিক্ষার্থীরা সচেতনতায় মাইকিং করেন। পথচারী, দোকানদার সহ সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, আমরা হবিরবাড়ী ছাত্র সমাজ সবাই একসাথে সিডষ্টোর বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করি এবং দোকানদারকে সচেতন করি। কালকে থেকে বাজার মনিটরিং এ কাজ করব।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী জিশান মিসবাহ বলেন,দেশ গঠনে সকলের মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে আহবান জানান, নিজ নিজ অবস্থা থেকে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে আরও সচেতন হতে বলেন।