পাবনায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে ঈশ্বরদী রেল স্টেশন প্ল্যাটফর্মে কর্ম বিরতিতে অংশগ্রহণকারী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের ১১ দফা বাস্তবায়নে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কামান্ডার প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।
বক্তব্যে বলেন, ১১ দফার মধ্যে সংবিধানের ১৫২ অনুচ্ছেদ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বেসিক দিতে হবে, ২০১৮ সালের আজও কোন নিয়োগ হয়নি তা দিতে হবে ও দুর্নীতি মুক্ত বাহিনী হতে হবে এবং বেতন বৃদ্ধি রেশন সহ অন্যান্য সুযোগ-সুবিধা অন্য বাহিনীর তুলনা অনুযায়ী প্রদান করতে হবে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।