১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার উত্তরা আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আইইউটির মেধাবী শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে খোঁজ-খবর নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

শুক্রবার( ৯ আগষ্ট) বিকেলে নবীনগর উপজেলার ভিটিবিশারা গ্রামে গিয়ে নিহত তানভীরের পরিবারে খোঁজ-খবর নেন। জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। পরে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে

তানভীরের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে বিএনপির পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা সহ সারাজীবন জাহিদুজ্জামান তানভীরের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, তানভীর একজন মেধাবী শিক্ষার্থী ছিলো সে ড্রোন,রোবট সহ নানান কিছু আবিষ্কার করেছিল সে দেশকে অনেক কিছু দিতে পারতো সে আমাদের নবীনগরের সন্তান ছিল, যদি কেউ শরীরের রক্ত দেয় তাহলে ইতিহাস গড়ে, ইতিহাস রয়ে যায়। তেমনি শহীদ তানভীর দেশ ও জাতির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। আমরা শহীদ তানভীরসহ সকল শহীদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তানভীরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদদেরকে জাতীয় বীর উপাধী দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন এই মুহূর্তে যারা লুটপাট সহ নানান রাষ্ট্রবিরোধী কাজে জড়িত আছে বিএনপির নেতাকর্মীরা সহ সকলে এসব অপরাধীদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

এ সময় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য রাজীব হাসান চৌধুরী পাপ্পু,নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,বিএনপি নেতা ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক জহিরুল হক জুরু,নবীনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল,বিএনপি নেতা কামাল,মোবারক,মাকসুদ আলী,পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক,পৌর ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসান বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই উত্তরা আজমপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মেধাবী শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীর। নিহত তানভীর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভিটিবিশারা গ্রামে শামসুল হকের ছেলে।