পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে উপজেলা সদর থেকে এ কার্যক্রম শুরু করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের দেশজুড়ে চলা কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলায়ও সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

সকাল থেকে সদর রোডের চৌরাস্তাসহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতা মূলক প্রচার চালান। যেসব মোটরসাইকেল চালক-আরোহী হেলমেট ছাড়া সড়কে বের হয়েছিল, তাদেরকে হেলমেট ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীরা জানান, রাঙ্গাবালীর প্রধান যানবাহন মোটরসাইকেল। একারণে মোটরসাইকেল চালক এবং আরোহীদের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঝুঁকি কমাতে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই কর্মসূচি।

ছাত্র সমাজের এই কাজে নিয়োজিত ইমরোজ মাহমুদ রুদ্র ও ইমরান হোসেন সম্রাট জানান, ‘যেসব দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল বিক্রি করা হয়, সেসব দোকানগুলোতে হেলমেটবিহীন চালকের কাছে পেট্রোল বিক্রি না করার জন্য লিফলেট দেওয়া হয়। এছাড়াও হেলমেট ব্যবহার নিশ্চিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।’