নোবেল শান্তি বিজয়ী বিশ্ব ররেন্য অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনুস অন্তবর্তিকালীন সরকারে প্রধান উপদেষ্টা মনোনীত হওয়ায়, অভিনন্দন জানিয়েছেন টেকনাফ স্থল বন্দর এর শীর্ষ ব্যবসায়ী ও কক্সবাজার জেলার টানা দুই বারের সেরা করদাতা মোহাম্মদ ফারুক।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ড. ইউনুছ একজন বিশ্ব বরেন্য অর্থনীতিবিদ। তার দেখানো পথে দেশ তথা বিশ্বের প্রান্তিক পর্যায়ের ভেঙ্গে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। দেশের ঠিক এমন একটি অর্তনৈতিক ভঙ্গুর মূহুর্তে তিনি দেশ পরিচালনার চ্যালেঞ্জিং দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন। আশা রাখি তিনি দেশের অর্থনীতি চালিকা শক্তির বৃহৎ অংশিদার সর্বস্তরের ব্যবসায়িদের সাথে থাকবেন। একই সাথে তার প্রদত্ত ৩শূন্য তত্বের প্রয়োগ ঘটিয়ে দেশকে বেকার মুক্ত, অর্থনৈতিক ভাবে টেকসই এবং আত্মনীর্ভশীল ও সমৃদ্ধশালী করবেন বলে আশাবাদী।
এছাড়াও, মিয়ানমারে চলমান সংঘাতের কারনে প্রায় এক বছর ধরে টেকনাফ স্থল বন্দরে দেশটির সাথে ব্যবসায় ভাটা নেমেছে। ফলে সরকার প্রতিমাসে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বেকার হয়ে পড়ছে অনেক ব্যবসায়ী। অতিদ্রুত কুটনৈতিক তৎপরতার মাধ্যমে টেকনাফ স্থল বন্দরকে সচল করার আহবান জানান এই ব্যবসায়ী।