দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনিবার্য কারন বসত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া হযরত শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের ওরশ মোবারক স্থগিত করেছে মাজার কমিটি।

৯ আগস্ট শুক্রবার সকাল ১১ টার সময় খরমপুর মাজার শরীফ কমপ্লেক্স কক্ষে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় রফিকুল ইসলাম খাদেম মিন্টু এক লেখিত বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি করে বিবেচনা করে মাজার কমিটির সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারন বসত এই বছর ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া শাহ পীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের ওরস মোবারক স্থগিত করা হয়েছে। এসময় ভক্তদের উদ্দেশ্য করে বলেন,যেহেতু মাজারে ওরস অনুষ্ঠিত হচ্ছে না, এ সময় মাজারে না আসার জন্য ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করেন তিনি।

এদিকে মাজার শরীফের ওরশ স্থগিত করে এক গণ বিজ্ঞপ্তি জারি করেন মাজার কমিটির সহ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গাজাল পারভীন রুহি। গন বিজ্ঞপ্তিতে মাজারের ওরস সময়কালে ভক্তবৃন্দদের না আসার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, হযরত শাহ ছৈয়দ আহমেদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (র.) মাজার সারা দেশে খরমপুর কেল্লা শাহ এর মাজার নামে ব্যাপক পরিচিত রয়েছে। প্রত্যেক বছর ওরশে লাখ লাখ মানুষের সমাগম হয়ে থাকে এই মাজারে।

এসময় সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন খাদেম,মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম,রুস্তুম কামরান খাদেম,সাইফুল ইসলাম খাদেম রোজভেল্ট, মো: সোহাগ খান খাদেম,শাকির উদ্দিন খাদেম।