ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ২ কোটি টাকা ভারতীয় অবৈধ বিভিন্ন মালামাল আটক করা হয়েছে। বিজিবি অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম এই অভিযানে অংশ নেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযানে সিলেট হতে ঢাকাগামী একটি বালু বোঝায় ট্রাকের তল্লাশি করে কোটি কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারে লেহেঙ্গা,শাড়ী, মখমলের থান কাপড়,উন্নতমানের থ্রি-পিস আটক করে। যার মূল্য ২ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ৭০০ টাকা।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।