নওগাঁর ধামইরহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বায়েজিদ বোস্তামি (২৩) এর পাশে দাঁড়ালেন আল ইত্তেহাদ ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার উপজেলার চকচন্ডি কৈগ্রাম এলাকায় আছরের নামাজ শেষে কবর জিয়ারত ও পরিবারের সঙে মতবিনিময় করেন ফাউন্ডেশনের সদস্যরা। সে ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।

এসময় বড় ভাই কারিমুল ইসলাম জানান- গত ৫ আগষ্ট ঢাকার আশুলিয়া এলাকায় বন্ধুদের সঙে ছাত্র আন্দোলনে যোগ দেয় বায়েজিদ। দুপুরে ভারতীয় পুলিশ বায়েজিদসহ ১৩জনকে একসঙে আশুলিয়া এলাকায় গুলি করে হত্যা করেন। তারপরে সেখান থেকে তাদের ১৩ জনকে একটি গাড়িতে করে নিয়ে রাস্তার পাশে আগুন লাগিয়ে লাশগুলো জ¦ালিয়ে দেয় ভারতীয় পুলিশ। পরে বাংলাদেশ সেনাসদস্যরা সেখান থেকে লাশ উদ্ধার করে শহীদি জানাযা শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন। বুধবার রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শহীদ বায়েজিদ উত্তরা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করে এবং আশুলিয়া এলাকার একটি গার্মেন্টেস এর শ্রমীক হিসাবে পারটাইম চাকুরি করতেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে বইছে শোকের ছাঁয়া।

এসময় আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সাধারণ সম্পাদক কাওছার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি বায়েজিদ এর শিশু সন্তান রাফি আবদুল্লাহর পাশে থাকার প্রতিশ্রæতি প্রদান করে।