দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিং ও চাদাঁবাজদের বিরুদ্ধে বেরিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার ভোলার কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, আমারা জেনেছি যে সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণহীন ও বিভিন্ন যায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমরা এখানে এসেছি যেন ভোলার কোথাও সিন্ডিকেট ও কোনো চাঁদাবাজি না হয়। আমরা এটা বন্ধ করবো। আর দ্রব্যমূলের দাম কতটুকু বেড়েছে বা কমেছে সেটা দেখে ভোক্তাদেরও সচেতন করবো।

শিক্ষার্থীদের এমন কাজকে স্বাগত জানিয়েছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ের প্রশংসা করে চকবাজার ব্যবসায়ী মোহাম্মদ সুমন বলেন, তাদের এই কাজকে স্বাগত জানাই। না খেয়ে তারা রোদের মধ্যে অনেক কষ্ট করছে। এই শিক্ষার্থীরা রাস্তায় জীবন দিয়েছে তবুও তারা রাস্তা ছাড়েনি। রাস্তায় কোনো পুলিশ নেই, সরকার তাদের কোনো বেতন দিবে না তবুও তারা রাস্তা সামাল দিচ্ছে।

এছাড়া বৃহস্পতিবার সারাদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও, যুব রেডক্রিসেন্ট, বিএনসিসি, স্কাউটের সদস্য ও ফুল কুড়ি আসরের সদস্যরা ভোলার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।