পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে আবুবকর (০৭) এবং হালিমা (০৯) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮আগষ্ট) বিকাল সাড়ে পাচটায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুবকর ও হালিমা দক্ষিণ মুরাদিয়া গ্রামের আব্দুর রহমান মৃধার সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শিশু আবুবকর ও হালিমা বাসা থেকে খেলতে বের হয়। আবুবকর প্রথমে পানিতে পরলে বোন হালিমা তাকে তুলতে গেলে সেও পানিতে ডুবে যায়। আবুবকর ও হালিমার মা বাসায় এসে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের ছেলে মেয়েকে পানিতে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহবুবর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

বর্তমানে দুই সন্তানকে হারিয়ে তাদের মা বাবাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।