পাথরঘাটা মঠবাড়িয়া আঞ্চলিক সড়কের শতকর এলাকায় আলিফ পরিবহণ ও গ্রামীণ পরিবহণ নামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে শতকর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল বাসার (৪০)। তিনি আলিফ পরিবহনের চালকের সহযোগী। তাঁর বাড়ি চট্টগ্রামে।

আলিফ পরিবহণের যাত্রী মো. খোকন মিয়া জানান, আলিফ পরিবহণে একই পরিবারের ৭ জন সদস্য ছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের ৭ জনই আহত। স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী জানান, শতকর নামক স্থানে গ্রামীণ পরিবহন ও আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবাইকে পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাথরঘাটো সহকারি কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, একজনের মৃত্যূর খবর নিশ্চিত হওয়া গেছে।