শেখ হাসিনা সরকার পতনের পর পাবনায় বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও লুট পাঠ এর সঙ্গে বিএনপি’র কোন নেতাকর্মী জড়িত নেই। বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় আগামী কাল শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সকল মসজিদে খুতবা পাঠের মাধ্যমে এ ধরনের হামলা ভাংচুর লুটপাট থেকে বিরত থাকার জানিয়ে খুতবা পাঠের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খোন্দকার, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহবায়ক আব ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মাসুদ বগা, সাবেক আহবায়ক এড.মির্যা আজিজুল রহমান, সাবেক সাধারণ সম্পাদক, এড.শাজাহান আলী, সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সাজ্জাদ হোসেন স্বপন, এড. মলয় কুমার দাস, শরিফুল ইসলাম শরিফ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা কৃষকদল আহবায়ক, শফিউল আলম শফি, মহিলাদল,সভাপতি, পুর্নিমা ইসলাম জেলা জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ।