আশাশুনির শোভনালী ইউনিয়ন থেকে ১৪টি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় কুলিয়ায় আটকে দিল জনতা। বুধবার ভোরে ছাগল সহ ৪জন চোরকে কুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন আশাশুনি উপজেলায় শোভনালী ইউনিয়নের শরাফপুর গ্রামের বাবর আলী, একই এলাকার মোসলেম সরদারের ছেলে সূর্য সরদার, সাইদুর সরদারের ছেলে মনিরুল ইসলাম, মোসলেম সরদারের ছেলে শাকিল হোসেন।
প্রত্যক্ষদর্শী কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক শামিম হোসেন জানান, শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র আন্দোলনকারীদের এই বিজয় মেনে নিতে না পেরে কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি, হামলা, ভাংচুর সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে শোভনালী ইউনিয়নের সরাফপুর এলাকা থেকে ছাগল চুরি করে জেলার বাহিরের বাজারে বিক্রির জন্য মটরভ্যান করে নিয়ে যাচ্ছিল। এসময় সকাল ৬ টার দিকে ভ্যানটি কুলিয়া এলাকায় পৌঁছালে সেখানে নিরাপত্তায় দায়িত্বরত জামায়াত-বিএনপি নেতাকর্মীরা ভ্যানটি আটকে জিজ্ঞেসা করলে ওই ৪ ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জামায়াত-বিএনপি’র নেতাকর্মীরা ওই চোর চক্রের সদস্যদের সহ ১৪টা ছাগল আটকে রেখে শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে অবহিত করা হয়। পরে ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যকে পাঠিয়ে চোর ও চুরিকৃত ছাগল প্রদান করা হয়।