বান্দরবান লামা উপজেলা শহরের রাস্তাঘাট পরিষ্কার ও গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) তৃতীয় দিনের মতো শহর পরিচ্ছন্নতার কাজ করছেন তারা।

গত সোমবার এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাজারের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুশৃঙ্খলার সাথে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। পরে শহরের ট্রাফিক সিগন্যালও নিয়ন্ত্রণ করেন তারা। শিক্ষার্থীদের সাথে আজ থেকে সড়কের যান চলাচল স্বাভাবিক করতে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর আনসার ও ভিডিপি সদস্যরা। এ সময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।

একই সাথে লামা হাসপাতালের আশপাশে এবং লামা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল লামা উপজেলা ও পৌর শাখার নেতা কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে দুইঘন্টা ব্যাপী চলে এই অভিযান।

এদিকে দুষ্কৃতকারীদের সাম্প্রদায়িক বিবাদ এড়াতে প্রতিদিন রাতজেগে লামা কেন্দ্রীয় হরি মন্দির পাহারা দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী, বিএনপি-জামাতে ইসলামের কর্মী ও সাধারণ জনতা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহনে আমরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমাদের এ কাজের পরিধি আরও বাড়বে। আমরা উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর একটি উপজেলা হিসেবে গড়ে তুলবো।