কুমিল্লায় যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের ৩ জন সদস্য ও যুবদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় যুবদলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ সমাবেশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। সমাবেশের একপর্যায়ে নগরীর কান্দিরপাড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা চালায় যুবদল নেতাকর্মীরা। এতে পুলিশ বাধাঁ দেয়।

এ সময় যুবদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদেরকে ধাওয়া ও লাঠিচার্জ করে। সংঘর্ষে পুলিশের ৩ জন সদস্য ও যুবদলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

কোতয়ালী মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/রাআ