সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক এমপি ও সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের জনাব চয়ন ইসলাম নিজস্ব অর্থয়ন থেকে শাহজাদপুর উপজেলা বৈলতল ইউনিয়নের অবহেলিত চর বেতকান্দি রাস্তা সংস্করণের জন্য নগদ ৫০ হাজার হাজার টাকা দিলেন এলাকাবাসী হাতে।
এ সময় উপস্থিত ছিলেন চর বেতকান্দি এলাকাবাসী ও নগদ অর্থ প্রদান করেন জনাব চয়ন ইসলামের পক্ষে থেকে শাহজাদপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: মারুফ হোসেন সুনাম ।
অর্থ হাতে তুলেদেন অত্র এলাকার চর বেতকান্দির মুরুব্বি ও জনসাধারণের হাত মোঃ ইসমাইল মোল্লা শামীম, মো: আলিম উদ্দিন, শামীম মাষ্টার, সুলতান আকন্দ।
এসময় বক্তব্য রাখেন চয়ন ইসলাম পক্ষে থেকে শাহজাদপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম তিনি বলেন, জনাব চয়ন ইসলাম আপানাদের মুখে কথা শুনা মাত্র আপনারা যখন অবহেলিত রাস্তা কথা গত কাল বলেছেন আমার নেতা শুনা মাত্র আজকেই তার নিজস্ব অর্থয়ন থেকে এটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাকে পাঠিয়েছেন রাস্তা কাজ নয় শুধু যেকোনো প্রয়োজনে জনাব চয়ন ইসলাম আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।
বার্তাবাজার/রাআ