ব্যাংকের এক একাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৭ আগস্ট ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

বার্তায় বলা হয় বৃহস্পতিবার (৮ আগস্ট) এক হিসাব থেকে গ্রাহকরা সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তবে এক নির্দেশনা শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য দেয়া হয়েছে বলে জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার এখনো ক্ষমতা গ্রহণ করেনি । এতে দেশে বিরাজমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলায় হয়, কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার (৮ আগস্ট) জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয় ।