ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির এমন তথ্যে বেশ উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। তবে এরমধ্যে নতুন খবর ছড়িয়েছে তার দিকে। সমাবেশে বক্তব্য রাখবেন খোদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও।
বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তারেক রহমানের বক্তব্য প্রচার হবে। আর বেগম খালেদা জিয়ার বক্তব্য ভিডিও আকারে প্রচারিত হবে। ইতিমধ্যে ভিডিও ধারণ করাও হয়ে গেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ভিডিও বার্তায় বেগম খালেদা জিয়া দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের যে ঘটনা ঘটছে এর নিন্দা জানাবেন। পাশাপাশি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে শান্ত থাকার, হামলাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানাবেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বক্তব্য রাখছেন দলের শীর্ষ নেতারা।
এদিকে টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।