গত কয়েক দিনের অসহযোগ আন্দোলনে সিরাজগঞ্জ শহর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শহর জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাজার স্টেশন এলাকা থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরিচ্ছন্নতা কাজে জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।
শিক্ষার্থীরা সকালে প্রথমে এক জায়গায় জড়ো হন। পরে তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের শিকার হওয়া সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার করেন।
অপরদিকে গত মঙ্গলবার থেকে বন্ধ থাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করতে দেখা গেছে রেড ক্রিসেন্ট সদস্য ও স্কাউটের সদস্যড়ের। তারা সকাল থেকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, চৌরাস্তা, প্রশাসনিক এলাকা, নিউ মার্কেট এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে কাজ করতে দেখা গেছে। শহরের ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এদেরকে গুরুত্বের সঙ্গে কাজ করতে দেখা গেছে।
শিক্ষার্থীদের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকলের আশা পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে।