বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ নেতা-কর্মীদের নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এর কার্যালয় এবং সদর থানা সহ সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

বুধবার (৭ আগষ্ট) বেলা ১১ ঘটিকায় এই কার্যক্রম শুরু করেন জামায়াতে ইসলাম।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমির মোঃ কামরুল ইসলাম সহ জেলা-উপজেলার বিভিন্ন জামায়াতে ইসলামের উলামায়েগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাত ইসলামের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা দেলোয়ার হোসেন বলেন, দলের পক্ষ থেকে দেশে সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে এমনকি ভবিষ্যতেও হবে।বিভিন্ন মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কুচক্রী মহল দেশে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে তাই আমাদের পক্ষ থেকে সেনাবাহিনী ও পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা হবে ।

এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার হোসেন ছানু, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।