ইমিগ্রেশন পুলিশের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (০৭ আগস্ট) সকাল থেকে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ করে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর ফলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী ১০০ যাত্রী আটকা পড়েছে।

কুমিল্লার বাসিন্দা ফরিদ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়া জন্য অপেক্ষা করছেন।

তিনি জানান, দেশের এমন পরিস্থিতিতে গাড়ি ভাড়া দিগুণ দিয়ে সকালে ইমিগ্রেশনে এসে জানতে পারেন পুলিশের কর্মবিরতি চলছে। এ অবস্থায় তিনি যেতে পারছেন না।অসুস্থ স্ত্রীকে নিয়ে এখন তিনি বিপাকে পরেছেন।

ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলার বাসিন্দা বিমল রায় তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে এসে ছিলেন গত ৫ দিন আগে। বাংলাদেশের এমন পরিস্থিতি কারণে দেশে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। সে জন্য তিনি ফিরে যাচ্ছেন।কিন্তু ইমিগ্রেশনে এসে দেখেন কোন কার্যক্রম চলছে না।কবে নাগাদ যেতে পারবে তাও জানে না।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, সারাদেশে থানায় হামলা হয়েছে, অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন পুলিশ সদস্যরা। এর ফলে নিরাপত্তা নিশ্চিকরণসহ বিভিন্ন দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। এতে করে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।