দেশে চলমান অস্থিরতার পর বিজয় আসলেও ফিরেনি শৃঙ্খলা। জনক্ষোভ থেকে সারাদেশের দেশে থানা হামলায় অনিরাপদ হয়ে গেছে পুলিশও। মঙ্গলবার ছিল পুলিশের কর্ম বিরতিও। এ কারণে বাইরে তাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। জনরোষে পড়ার আশঙ্কায় গাজীপুরের সড়কে নেই কোন ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে ব্যহত হচ্ছিল যান চলাচল। এমন সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এগিয়ে এসেছে গাজীপুরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষারর্থীরা।
বুধবার (০৭ জুলাই) সকাল থেকে গাজীপুর মহানগরের প্রধান পয়েন্ট চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় ইসলামি আন্দোলনের স্বেচ্ছাসেবকদের। দলে দলে ভাগ হয়ে তারা সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন।
এছাড়াও শহরের জয়দেবপুর, কোনাবাড়ি, ভোগরা বাইপাস, টঙ্গী সহ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সড়ক-মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে সিটি করপোরেশনের ময়লার স্তূপে রাখেন শিক্ষার্থীরা।
গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, ‘কোটা আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছি আমরা।’