বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থী ‘আওয়ামিলীগ ও বিএনপি মুক্ত রাষ্ট্র’ এর দাবী জানিয়ে প্ল্যাকার্ড হাতে সকাল থেকে একক অবস্থান করছেন।
আজ বুধবার (০৭ জুলাই) সকাল থেকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলকায় গায়ে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত শিক্ষার্থীদের পাশে ‘আওয়ামিলীগ ও বিএনপি মুক্ত রাষ্ট্র চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে একক অবস্থান কর্মসূচি পালন করছেন মো. রায়হান (২২) নামের এক শিক্ষার্থী। তিনি গাজীপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
মো. রায়হান বলেন বলেন, ‘আমরা আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। বিগত সময় বিএনপি’র শাসনামলে দেশে কি কি হয়েছে এ বিষয়েও সকলে জানি। আওয়ামীলিগ পনেরো বছর ক্ষমতায় থেকে কি করেছে এটাও জানি৷ এখন সাধারণ শিক্ষার্থীদের দাবী বাংলাদেশের দায়িত্ব নিবে তারুণ্য। আমরা নতুন মুখ দেখতে চাই। কোনো বিতর্কিত রাজনৈতিক দল যেন বাংলাদেশে আবারও ক্ষমতায় না আসে।’
উল্লেখ্য, বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় চান্দনা চৌরাস্তা এলাকাতেও শিক্ষার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সেচ্ছাসেবীরা কাজ করছেন।